কিছু গুরুত্বপূর্ণ জাবেদা | নবম-দশম শ্রেণি | পর্ব -০১

কিছু গুরুত্বপূর্ণ জাবেদা -পর্ব ০১

[highlight color=”green”]জাবেদা কাকে বলে ?[/highlight]

জাবেদার ইংরেজী শব্দ Journal ।  Journal এর ফারসি শব্দ Jour ।  Jour অর্থ দিবস ।  প্রতিদিনের  সংঘটিত লেনদেনগুলো ডেবিট ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে তারিখের ক্রমানুসারে ব্যাখ্যাসহ লিপিবদ্ধ করাকেই জাবেদা বলে ।  জাবেদা হিসাবের প্রাথমিক বই ।  জাবেদা খতিয়ান প্রস্তুতে সহায়তা করে তাই জাবেদাকে হিসাবের সহকারী বইও বলা হয় ।  জাবেদার ছকে ৫টি ঘর থাকে যথা: তারিখ, বিবরণ/হিসাবের নাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা(খ:পৃ:), ডেবিট টাকা, ক্রেডিট টাকা ।

কিছু গুরুত্বপূর্ণ লেনদেন ও জাবেদা দাখিলা

লেনদেন:

ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন ৫,০০০ টাকা ।

জাবেদা দাখিলা:

[box type=”shadow” align=”” class=”aclass” width=””]

উত্তোলন হিসাব                  ডেবিট ৫,০০০ টাকা

ক্রয় হিসাব                       ক্রেডিট ৫,০০০ টাকা

[/box]

লেনদেন:

মালিক কর্তৃক বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন ৫,০০০ টাকা ।

জাবেদা দাখিলা:

[box type=”shadow” align=”” class=”aclass” width=””]

উত্তোলন হিসাব        ডেবিট ৫,০০০ টাকা

বিক্রয় হিসাব              ক্রেডিট ৫,০০০ টাকা

[/box]

লেনদেন:

ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে  উত্তোলন ৫,০০০ টাকা ।

জাবেদা দাখিলা:

[box type=”shadow” align=”” class=”aclass” width=””]

উত্তোলন হিসাব             ডেবিট ৫,০০০ টাকা

ব্যাংক হিসাব                ক্রেডিট ৫,০০০ টাকা

[/box]

লেনদেন:

অফিসের প্রয়োজনে ব্যাংক হতে  উত্তোলন ৭,০০০ টাকা ।

জাবেদা দাখিলা:

[box type=”shadow” align=”” class=”aclass” width=””]

নগদান হিসাব             ডেবিট ৭,০০০ টাকা

ব্যাংক হিসাব                ক্রেডিট ৭,০০০ টাকা

[/box]

লেনদেন:

ব্যাংক হতে  উত্তোলন ৪,০০০ টাকা ।

জাবেদা দাখিলা:

[box type=”shadow” align=”” class=”aclass” width=””]

নগদান হিসাব             ডেবিট ৪,০০০ টাকা

ব্যাংক হিসাব                ক্রেডিট ৪,০০০ টাকা

[/box]

লেনদেন:

ধারে পণ্য ক্রয় ৫,০০০ টাকা/বাকিতে পণ্য ক্রয় ৫,০০০ টাকা ।

জাবেদা দাখিলা:

[box type=”shadow” align=”” class=”aclass” width=””]

ক্রয় হিসাব                                ডেবিট ৫,০০০ টাকা

বিবিধ পাওনাদার  হিসাব/প্রদেয় হিসাব              ক্রেডিট ৫,০০০ টাকা

[/box]

নোট: এক্ষেত্রে বিবিধ পাওনাদার  হিসাব অথবা প্রদেয় হিসাব এর যেকোন একটি লেখা যেতে পারে ।

লেনদেন:

যন্ত্রপাতির উপর অবচয় ধার্য হল ১,০০০ টাকা ।

জাবেদা দাখিলা:

[box type=”shadow” align=”” class=”aclass” width=””]

অবচয় হিসাব                          ডেবিট ১,০০০ টাকা

পুঞ্জীভূত অবচয় (যন্ত্রপাতি)  হিসাব         ক্রেডিট ১,০০০ টাকা

[/box]

লেনদেন:

আয়কর প্রদান করা হল ১,০০০ টাকা ।

জাবেদা দাখিলা:

[box type=”shadow” align=”” class=”aclass” width=””]

উত্তোলন হিসাব            ডেবিট  ১,০০০ টাকা

নগদান  হিসাব               ক্রেডিট  ১,০০০ টাকা

[/box]

লেনদেন:

ধারে পণ্য বিক্রয় ৫,০০০ টাকা/বাকিতে পণ্য বিক্রয় ৫,০০০ টাকা ।

জাবেদা দাখিলা:

[box type=”shadow” align=”” class=”aclass” width=””]

বিবিধ দেনাদার হিসাব/প্রাপ্য হিসাব            ডেবিট  ৫,০০০ টাকা

বিক্রয়  হিসাব                                ক্রেডিট  ৫,০০০ টাকা

[/box]

নোট: এক্ষেত্রে বিবিধ দেনাদার হিসাব অথবা প্রাপ্য হিসাব এর যেকোন একটি লেখা যেতে পারে ।

লেনদেন:

পণ্য ফেরত পাওয়া গেল  ৫,০০০ টাকা/আন্ত:ফেরত ৫,০০০ টাকা ।

জাবেদা দাখিলা:

[box type=”shadow” align=”” class=”aclass” width=””]

বিক্রয় ফেরত/আন্ত:ফেরত   হিসাব             ডেবিট  ৫,০০০ টাকা

বিবিধ দেনাদার  হিসাব                              ক্রেডিট  ৫,০০০ টাকা

[/box]

নোট: এক্ষেত্রে বিক্রয় ফেরত হিসাব অথবা আন্ত:ফেরত  হিসাব এর যেকোন একটি লেখা যেতে পারে ।

 

ssc crash course 2022

জাবেদা সম্পর্কিত কিছু পোস্ট:

কিছু গুরুত্বপূর্ণ জাবেদা | নবম-দশম শ্রেণি | পর্ব -০২

হিসাববিজ্ঞান নবম-দশম শ্রেণি অধ্যায়:৬ – জাবেদাঃ ক্রয় সংক্রান্ত জাবেদা (খুব সহজ নিয়মে শিখুন)

উত্তোলন সংক্রান্ত জাবেদা | উত্তোলন হিসাব সংক্রান্ত লেনদেনের জাবেদা দাখিলা প্রদান ।

 

2 Comments

Add a Comment
  1. ব্যক্তিগত টাকা দিয়ে অফিসের জন্য একটি ভ্যানগাড়ি ক্রয়

    1. যন্ত্রপাতি হিসাব ডেবিট
      মুলধন হিসাব ক্রেডিট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *