০১. আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা বলেনঃ ধ্বংস তাদের জন্য যারা আল্লাহুর সাথে অন্যদের শরীক গণ্য করে, যারা যাকাত দেয়না এবং পরকালকে অস্বীকার করে। [সূরা ৪১, হা মীম সাজদা আয়াত- ৬-৭]
০২. আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা বলেনঃ আর আল্লাহ যাদেরকে স্বীয় অনুগ্রহে কিছু দান করেছেন তা নিয়ে যারা কৃপণতা করে তারা যেন ধারনা না করে যে তা তাদের জন্য কল্যানকর; বরং ওটা তাদের জন্য ক্ষতিকর। যা নিয়ে তারা কৃপণতা করেছিল, কিয়ামত দিবসে তা দিয়ে তাদের বেড়ি পরানো হবে। আর আসমান সমূহ ও যমীনের উত্তরাধিকার আল্লাহর জন্যই এবং তোমরা যা করছ আল্লাহ তদ্বিষয়ে পূর্ণ খবর রাখেন। [সূরা ৩, আল ইমরান- আয়াত ১৮০]
০৩. আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা বলেনঃ হে মুমিনগণ! কৃপা প্রকাশ ও ক্লেশ দান করে নিজেদের দানগুলি ব্যর্থ করে ফেলনা সেই ব্যক্তির ন্যায় যে নিজের সম্পদ ব্যয় করে লোক দেখানোর উদ্দেশ্যে অথচ আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখেনা। তার তুলনা সেই মসৃণ পাথরের মত যাতে সামান্য কিছু মাটি রয়েছে, অতঃপর প্রবল বৃষ্টিপাত তাকে পরিষ্কার করে ফেলে। তার স্বীয় কৃতকার্যের ফল কিছুই পাবেনা; আল্লাহ কাফির জাতিকে হিদায়াত প্রদান করেন না। [সূরা ২, আল বাকারা -আয়াত-২৬৪ ]
তাই আসুন আমাদের যাদের যাকাত ফরয হয়েছে আমরা সবাই যাকাত প্রদান করি।