আপনার কম্পিউটারের বিস্তারিত তথ্য জানবেন যেভাবে

আপনি আপনার পিসিতে কোন তারিখে উইন্ডোজ ইন্স্‌টল দিয়েছেন, পিসি কত সময় ব্যবহার করেছেন, কোন দেশের তৈরি ইত্যাদি তথ্য সহজেই জানতে পারবেন।
এজন্য প্রথমে Run কমান্ডের ডায়ালগ বক্স চালু করুন । রান -এর ডায়লগ বক্স ওপেন করার জন্য Start button → All Programs →Windows System → Run -এ ক্লিক করুন
অথবা কীবোর্ড থেকে একই সাথে উইন্ডোজ বাটন ও R চাপুন ।
১. রান -এর ডায়লগ বক্স ওপেন করে Open -এর বক্সে লিখুন cmd এবং OK তে ক্লিক করুন ।run_command_dialog_box
২. এবার যে উইন্ডোটি চালু হয়েছে তাতে systeminfo লিখে কীবোর্ড থেকে Enter বাটনে চাপ দিন ।systeminfo

৩. এখন আপনার কম্পিউটারের বিস্তারিত তথ্য দেখতে পাবেন যেমন:

  • অপারেটিং সিস্টেমের নাম ।
  • অপারেটিং সিস্টেমের কততম ভার্সন চলছে ।
  • অপারেটিং সিস্টেমের প্রস্তুতকারক প্রতিষ্ঠানের নাম ।
  • অপারেটিং সিস্টেম ইন্স্‌টল দেওয়ার তারিখ ও সময় ।
  • অপারেটিং সিস্টেমের সর্বশেষ বুট হওয়ার তারিখ ও সময় ।
  • মাদারবোর্ড প্রস্তুতকারক প্রতিষ্ঠানের নাম ।
  • বায়োস ভার্সন ইত্যাদি ।

System info of a computer

 

কিছু গুরুত্বপূর্ণ পোস্টের লিঙ্ক :

যেভাবে রিসাইকেল বিন ডেস্কটপ থেকে সরিয়ে ফেলবেন ।

যেভাবে রান কমান্ডের (Run Command) সাহায্যে মাইক্রোসফ্‌ট ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট, এক্সেল ও এক্সিস চালু করবেন ।

ফাইল বা ফোল্ডার একবারেই ডিলেট হয়ে যাচ্ছে- কনফারমেশন ডায়লগ আসছে না_ সমাধান নিন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *