আপনি আপনার পিসিতে কোন তারিখে উইন্ডোজ ইন্স্টল দিয়েছেন, পিসি কত সময় ব্যবহার করেছেন, কোন দেশের তৈরি ইত্যাদি তথ্য সহজেই জানতে পারবেন।
এজন্য প্রথমে Run কমান্ডের ডায়ালগ বক্স চালু করুন । রান -এর ডায়লগ বক্স ওপেন করার জন্য Start button → All Programs →Windows System → Run -এ ক্লিক করুন
অথবা কীবোর্ড থেকে একই সাথে উইন্ডোজ বাটন ও R চাপুন ।
১. রান -এর ডায়লগ বক্স ওপেন করে Open -এর বক্সে লিখুন cmd এবং OK তে ক্লিক করুন ।
২. এবার যে উইন্ডোটি চালু হয়েছে তাতে systeminfo লিখে কীবোর্ড থেকে Enter বাটনে চাপ দিন ।
৩. এখন আপনার কম্পিউটারের বিস্তারিত তথ্য দেখতে পাবেন যেমন:
- অপারেটিং সিস্টেমের নাম ।
- অপারেটিং সিস্টেমের কততম ভার্সন চলছে ।
- অপারেটিং সিস্টেমের প্রস্তুতকারক প্রতিষ্ঠানের নাম ।
- অপারেটিং সিস্টেম ইন্স্টল দেওয়ার তারিখ ও সময় ।
- অপারেটিং সিস্টেমের সর্বশেষ বুট হওয়ার তারিখ ও সময় ।
- মাদারবোর্ড প্রস্তুতকারক প্রতিষ্ঠানের নাম ।
- বায়োস ভার্সন ইত্যাদি ।
কিছু গুরুত্বপূর্ণ পোস্টের লিঙ্ক :
যেভাবে রিসাইকেল বিন ডেস্কটপ থেকে সরিয়ে ফেলবেন ।
ফাইল বা ফোল্ডার একবারেই ডিলেট হয়ে যাচ্ছে- কনফারমেশন ডায়লগ আসছে না_ সমাধান নিন ।