আমরা যে ফাইল বা ফোল্ডারগুলো ডিলিট করি তা জমা হয় রিসাইকেল বিনে । রিসাইকেল বিন ডেস্কটপে প্রদর্শিত হয় । ডেস্কটপ থেকে কোন কারণে রিসাইকেল বিন লুকানোর প্রয়োজন হলে নিম্নোক্ত পর্যায়গুলো অনুসরণ করুনঃ
ডেস্কটপের ফাঁকা যায়গায় মাউস পয়েন্টার রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করে Personalize -এ ক্লিক করুন ।
Themes -এ ক্লিক করুন ।
Desktop icon settings -এ ক্লিক করুন ।
Recycle Bin এর চেক বক্সে ক্লিক করে টিক মার্ক উঠিয়ে দিয়ে OK তে ক্লিক করুন । তাহলে রিসাইকেল বিন ডেস্কটপে প্রদর্শিত হবে না ।
পুনরায় রিসাইকেল বিন ডেস্কটপে প্রদর্শন করতে হলে একই পদ্ধতি অনুসরণ করে Recycle Bin এর চেক বক্সে ক্লিক করে টিক মার্ক দিয়ে OK তে ক্লিক করুন ।