রান কমান্ডের (Run Command) সাহায্যে মাইক্রোসফ্ট ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট, এক্সেল ও এক্সিস চালু করা যায় ।
রান -এর ডায়লগ বক্স ওপেন করার জন্য Start button → All Programs →Windows System → Run -এ ক্লিক করুন অথবা কীবোর্ড থেকে একই সাথে উইন্ডোজ বাটন ও R চাপুন ।
রান কমান্ডের মাধ্যমে মাইক্রোসফ্ট ওয়ার্ড চালু করাঃ
- রান -এর ডায়লগ বক্স চালু করে Open -এর বক্সে লিখুন winword এবং OK তে ক্লিক করুন ।
রান কমান্ডের মাধ্যমে মাইক্রোসফ্ট পাওয়ারপয়েন্ট চালু করাঃ
- রান -এর ডায়লগ বক্স চালু করে Open -এর বক্সে লিখুন powerpnt এবং OK তে ক্লিক করুন ।
রান কমান্ডের মাধ্যমে মাইক্রোসফ্ট এক্সেল চালু করাঃ
- রান -এর ডায়লগ বক্স চালু করে Open -এর বক্সে লিখুন excel এবং OK তে ক্লিক করুন ।
রান কমান্ডের মাধ্যমে মাইক্রোসফ্ট এক্সিস চালু করাঃ
- রান -এর ডায়লগ বক্স চালু করে Open -এর বক্সে লিখুন msaccess এবং OK তে ক্লিক করুন ।
নবম-দশম শ্রেণি_তথ্য ও যোগাযোগ প্রযুক্তি_ভিডিও টিউটোরিয়াল দেখতে ক্লিক করুন ।