জাবেদা হল হিসাবের প্রাথমিক বই। লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে তারিখের ক্রমানুসারে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে হিসাবের যে প্রাথমিক বইতে লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বই বলা হয়। পণ্য ক্রয় সংক্রান্ত জাবেদা: ক্রয় হল ব্যবসায় প্রতিষ্ঠানের খরচ, খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয়। শুধুমাত্র পণ্যদ্রব্য ক্রয়ের ক্ষেত্রে ক্রয় হিসাব ডেবিট হবে। পণ্যদ্রব্য বলতে বোঝায় কোন প্রতিষ্ঠান […]