নতুন করে উইন্ডোজ সেটআপ দেওয়ার পরে My computer/ This pc আইকন ডেস্কটপে থাকেনা এছাড়াও অন্য কোন কারণে My computer/ This pc আইকন ডেস্কটপে না থাকলে তা ডেস্কটপে আনার জন্য নিচের পদ্ধতিগুলো অনুসরণ করতে হবেঃ
০১. ডেস্কটপে মাউস পয়েন্টার রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করে personalize -এ ক্লিক করতে হবে।
০২. এরপর themes -এ ক্লিক করতে হবে।
৩. Desktop icon settings -এ ক্লিক করতে হবে।
৪. Computer এ টিক চিহ্ন দিয়ে ok তে ক্লিক করতে হবে।