কীবোর্ড শর্টকাট – নিজেই তৈরি করুন কীবোর্ড শর্টকাট ।

  • কম্পিউটারে কাজ করার সময় অনেক ফাইল, ফোল্ডার, ড্রাইভ বা প্রোগ্রাম বারবার ওপেন করতে হয় । দ্রুত কাজ করার সুবিধার্থে এগুলোর শর্টকাট কী তৈরি করা যায় ।  নিম্নে শর্টকাট কী তৈরি করার পদ্ধতি বর্ণিত হল :

যেকোন ফাইল, ফোল্ডার, ড্রাইভ বা প্রোগ্রাম -এর শর্টকাট  কী তৈরি করা

  • যে ফাইল, ফোল্ডার, ড্রাইভ -এর শর্টকাট কী তৈরি করতে চান তার উপর মাউস পয়েন্টার রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করে Send to >Desktop(create shortcut) –এ ক্লিক করুন । এর ফলে ডেস্কটপে ঐ ফাইল, ফোল্ডার বা ড্রাইভ -এর একটি শর্টকাট আইকন তৈরি হবে ।Make shortcut key
  • এবার ডেস্কটপ থেকে সেই শর্টকাট আইকনটির উপর মাউস পয়েন্টার রেখে মাউসের ডান বাটনে ক্লিক করে Properties -এ ক্লিক করুন ।
  • এরপর Shortcut key বক্সে ক্লিক করে কীবোর্ড থেকে যেকোন একটি কী সিলেক্ট করুন (যেমন p) এবং Ok তে ক্লিক করুন ।
  • shortcut key
  • এখন কীবোর্ড থেকে Ctrl+Alt+নির্বাচিত কী, এক্ষেত্রে Ctrl+Alt+P প্রেস করলে ঐ ফাইলটি ওপেন হবে ।


 

আরো দেখুন

আপনার কম্পিউটারের বিস্তারিত তথ্য জানবেন যেভাবে

যেভাবে রান কমান্ডের (Run Command) সাহায্যে মাইক্রোসফ্‌ট ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট, এক্সেল ও এক্সিস চালু করবেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *