স্টাডিইনবাংলা.কম -এ আপনাকে স্বাগতম । বর্তমানে কম্পিউটার এবং ইন্টারনেট আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজনীয় বিষয় হয়ে দাড়িয়েছে । প্রতিদিন ব্যক্তিগত বা ব্যবসায়িক প্রয়োজনে কম্পিউটারে লেখালেখি, রিপোর্ট তৈরি, ডিজাইন তৈরি, প্রেজেন্টেশন তৈরি ইত্যাদি কাজ করা ছাড়াও বিভিন্ন কারণে অনেক ওয়েবসাইট ভিজিট করতে হয় । পিসি টিপস অ্যান্ড ট্রিক্স -এর প্রথম পর্বে কম্পিউটার এবং ইন্টারনেট ব্যবহারের প্রয়োজনীয় এমন কিছু টিপস শেয়ার করা হল যা ব্যবহারকারীদের কাজে লাগবে এবং কাজের গতি বৃদ্ধি করবে ।
পিসি টিপস অ্যান্ড ট্রিক্স | ইন্টারনেট টিপস অ্যান্ড ট্রিক্স -এর প্রথম পর্ব
পিসি টিপস অ্যান্ড ট্রিক্স-১ : কীবোর্ড শর্টকাট এর মাধ্যমে নতুন ফোল্ডার তৈরি করা ।
[ads1]
- কীবোর্ড থেকে একই সময়ে Ctrl, Shift এবং N কীগুলো চেপে ধরুন । নতুন ফোল্ডারের আইকন দেখা যাবে যেখানে New folder লেখাগুলো নির্বাচিত অবস্থায় থাকবে ।
- এ অবস্থায় নতুন ফোল্ডারের নাম লিখুন ।
- Enter বাটনে চাপ দিন ।
পিসি টিপস অ্যান্ড ট্রিক্স-২ : ওয়েবসাইটের ফন্ট সাইজ ছোট বড় করা।
- ওয়েবসাইট ব্রাউজ করার সময় ওয়েবসাইটের ফন্ট সাইজ বড় করার জন্য Ctrl কী চেপে ধরে + (Plus) কী চাপুন ।
- ওয়েবসাইটের ফন্ট সাইজ ছোট করার জন্য Ctrl কী চেপে ধরে – (Minus) কী চাপুন ।
- ওয়েবসাইটের ফন্ট সাইজ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য Ctrl কী চেপে ধরে ০ (Gero) কী চাপুন ।
- এছাড়াও Ctrl কী চেপে ধরে চাকাওয়ালা মাউসের চাকা উপরের দিকে ঘোরালে ওয়েবসাইটের ফন্ট সাইজ বড় হবে আর নিচের দিকে ঘোরালে ওয়েবসাইটের ফন্ট সাইজ ছোট হবে ।
পিসি টিপস অ্যান্ড ট্রিক্স-৩ : ওয়েবসাইটের লিঙ্ক নতুন ট্যাবে ওপেন করা ।
ওয়েবসাইট ব্রাউজ করার সময় ঐ ওয়েবসাইটের কোনো লিঙ্ক নতুন ট্যাবে চালু (ওপেন) করার জন্য Ctrl কী চেপে ধরে উক্ত লিঙ্কে ক্লিক করুন অথবা লিঙ্কের উপর মাউসের ডান বাটনে ক্লিক করে Open Link in New Tab -এ ক্লিক করুন ।
পিসি টিপস অ্যান্ড ট্রিক্স-৪ : ব্রাউজারে সেভ পাসওয়ার্ড (Save Password) -এর বার্তা বন্ধ করা।
[ads1]
ব্রাউজারে অনেক ওয়েবসাইট (যেমন:ফেসবুক, ইমেইল, টুইটার ) ব্রাউজ করার সময় লগ ইন করতে হয় । আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে গেলে ব্রাউজার তা সেভ করবে কীনা তার একটি বার্তা আসে, Yes -এ ক্লিক করলে আইডি পাসওয়ার্ড ব্রাউজারে সেভ হয়ে যায় । পরবর্তিতে ঐ ব্রাউজার দিয়ে উক্ত ওয়েবসাইটে লগ ইন করতে গেলে আইডি পাসওয়ার্ড স্বয়ংক্রিয়ভাবে বসে যায় অর্থাৎ ব্যবহারকারীকে আইডি পাসওয়ার্ড পুনরায় লিখতে হয় না । ব্যক্তিগত কম্পিউটারে পাসওয়ার্ড সেভ করলে কোনো সমস্যা না হলেও একাধিক ব্যবহারকারী আছে এমন কম্পিউটারে পাসওয়ার্ড সেভ করে রাখলে তা চুরি হওয়ার সম্ভাবনা থাকে এবং গোপনীয়তা থাকে না । ব্রাউজারে সেভ পাসওয়ার্ড (Save Password ) -এর বার্তা বন্ধ করতে চাইলে নিচের পদক্ষেপগুলো অনুসরণ করুন :
মজিলা ফায়ারফক্সের ক্ষেত্রে
- প্রথমে ব্রাউজার চালু করে উপরের বাম পাশ থেকে Tools মেনুতে ক্লিক করে Options -এ ক্লিক করুন ।
- Ask to save logins and passwords for websites -এর বক্স থেকে টিক চিহ্ন তুলে দিন ।
গুগল ক্রমের ক্ষেত্রে
- বাম দিকে হতে Autofill মেনুতে ক্লিক করে Passwords -এ ক্লিক করুন ।
- offer to save passwords -এ ক্লিক করে এটি বন্ধ করে দিন ।
পিসি টিপস অ্যান্ড ট্রিক্স-৫ : মাউস পয়েন্টার স্বয়ংক্রিয়ভাবে নাড়ানো ।
কম্পিউটার চালানোর সময় অনেক ডায়লগ বক্স আসে যেখানে Yes, No, Ok, Apply, Cancel ইত্যাদি বাটন থাকে, এগুলো মাউস পয়েন্ট দিয়ে সিলেক্ট করতে হয় । Snap To অপশন ব্যবহার করলে মাউস পয়েন্টার স্বয়ংক্রিয়ভাবে ডায়লগ বক্সের ডিফল্ট বাটন অর্থাৎ যে বাটনে ক্লিক করার প্রয়োজন সে বাটনে চলে যায় । Snap To অপশন কার্যকর করতে নিচের পদক্ষেপগুলো অনুসরণ করুন :
[ads1]
- স্টার্ট বাটনে ক্লিক করে Settings আইকনে ক্লিক করুন ।
- Devices -এ ক্লিক করুন ।
- Mouse & touchpad লেখা অপশোন -এ ক্লিক করুন ।
- Additional mouse options-এ ক্লিক করুন ।
- Mouse Properties -এর ডায়লগ বক্স থেকে Pointer Options বাটন -এ ক্লিক করুন ।
- Automatically move pointer to the default button in a diaglog box -এ টিক চিহ্ন দিন ।
- Ok বাটনে ক্লিক করুন ।
খুব সুন্দর পোস্ট । এভাবে প্রতিনিয়ত পোস্ট করলে খুব সুন্দর হয় স্যার।