যাকাত না দেওয়ার শাস্তি জেনে নিন (কুরআন থেকে)

০১. আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা বলেনঃ ধ্বংস তাদের জন্য যারা আল্লাহুর সাথে অন্যদের শরীক গণ্য করে, যারা যাকাত দেয়না এবং পরকালকে অস্বীকার করে। [সূরা ৪১, হা মীম সাজদা  আয়াত- ৬-৭]

০২. আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা বলেনঃ আর আল্লাহ যাদেরকে স্বীয় অনুগ্রহে কিছু দান করেছেন  তা নিয়ে যারা কৃপণতা করে তারা যেন ধারনা না করে যে তা তাদের জন্য কল্যানকর; বরং ওটা তাদের জন্য ক্ষতিকর। যা নিয়ে তারা কৃপণতা করেছিল, কিয়ামত দিবসে তা দিয়ে তাদের বেড়ি পরানো হবে। আর আসমান সমূহ ও যমীনের উত্তরাধিকার আল্লাহর জন্যই এবং তোমরা যা করছ আল্লাহ তদ্বিষয়ে পূর্ণ খবর রাখেন। [সূরা ৩, আল ইমরান- আয়াত ১৮০]

০৩. আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা বলেনঃ হে মুমিনগণ! কৃপা প্রকাশ ও ক্লেশ দান করে নিজেদের দানগুলি ব্যর্থ করে ফেলনা সেই ব্যক্তির ন্যায় যে নিজের সম্পদ ব্যয় করে লোক দেখানোর উদ্দেশ্যে অথচ আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখেনা। তার তুলনা সেই মসৃণ পাথরের মত  যাতে সামান্য কিছু মাটি রয়েছে, অতঃপর প্রবল বৃষ্টিপাত তাকে পরিষ্কার  করে ফেলে। তার স্বীয় কৃতকার্যের ফল কিছুই পাবেনা;  আল্লাহ কাফির জাতিকে হিদায়াত প্রদান করেন না। [সূরা ২, আল বাকারা -আয়াত-২৬৪ ]

তাই আসুন আমাদের যাদের যাকাত ফরয হয়েছে আমরা সবাই যাকাত প্রদান করি।

Updated: May 26, 2019 — 5:17 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *