মাইক্রোসফ্‌ট পাওয়ারপয়েন্ট টিউটোরিয়াল | পাওয়ারপয়েন্ট স্লাইড থেকে ছবি তৈরি করার উপায় ।

মাইক্রোসফ্‌ট পাওয়ারপয়েন্ট -এ গ্রাফিক ডিজাইনের কাজও করা যায়, যেমনঃ সোস্যাল মিডিয়া পোস্টার ডিজাইন, ইউটিউব থাম্বনেইল ডিজাইন, ব্যানার ডিজাইন, ইনফোগ্রাফিক ডিজাইন ইত্যাদি । এক বা একাধিক স্লাইডে ডিজাইনের কাজ সম্পন্ন করে স্লাইড/স্লাইডগুলোকে কিভাবে ছবির বিভিন্ন ফরমেটে সেভ করতে হয় অর্থাৎ কিভাবে স্লাইড থেকে ছবি তৈরি করতে হয় তা স্টাডিবাংলা তে শেয়ার করা হল ।

পাওয়ারপয়েন্ট স্লাইড থেকে ছবি তৈরি করা

পাওয়ারপয়েন্ট স্লাইড থেকে ছবি/ইমেজ/পিকচার তৈরি করার জন্য নিম্নলিখিত পদক্ষেপগুলো অনুসরণ করুন :

  • File মেনুতে ক্লিক করুন ।

save slide as a picture

  • Save As -এ ক্লিক করুন ।

  • কাঙ্ক্ষিত লোকেশনটি নির্ধারণ করে দিন,  ডেস্কটপে সেভ করার জন্য Browse -এ ক্লিক করে  Desktop সিলেক্ট করুন ।

powerpoint theke picture toiri

  • File Name বক্সে ফাইলটির একটি নাম দিন ।

  • Save as type -এর ড্রপডাউনে ক্লিক করে JPEG, PNG, TIFF -এর যেকোন একটি সিলেক্ট করে Save বাটনে ক্লিক করুন ।

[ads2]

save slide as jpg format

  • সমস্ত স্লাইডকে ছবি হিসেবে সেভ করার জন্য All Slides -এ ক্লিক করুন, একটি স্লাইডকে ছবি হিসেবে সেভ করার জন্য Just This One কমান্ডে ক্লিক করুন ।

save one or more slide as a picture

[ads1]

পাওয়ারপয়েন্ট সম্পর্কিত পোস্ট :

মাইক্রোসফ্‌ট পাওয়ারপয়েন্ট বাংলা টিউটোরিয়াল | পাওয়ারপয়েন্ট চালু করা ও পাওয়ারপয়েন্ট উইন্ডোর বিভিন্ন অংশের পরিচিতি ।

পাওয়ারপয়েন্ট সম্পর্কিত আরও টিউটোরিয়াল পেতে এখানে  ক্লিক করুন ।

নবম-দশম শ্রেণির হিসাববিজ্ঞান বিষয়ের কিছু পোস্ট :

রেওয়ামিল প্রস্তুত প্রণালি | সহজ নিয়মে রেওয়ামিল তৈরির উপায় | হিসাববিজ্ঞান, নবম-দশম শ্রেণি

কিছু গুরুত্বপূর্ণ জাবেদা | নবম-দশম শ্রেণি | পর্ব -০১

কিছু গুরুত্বপূর্ণ জাবেদা | নবম-দশম শ্রেণি | পর্ব -০২

উত্তোলন সংক্রান্ত জাবেদা | উত্তোলন হিসাব সংক্রান্ত লেনদেনের জাবেদা দাখিলা প্রদান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *