Breaking News
Home / টিপস অ্যান্ড ট্রিক্স / গ্রাফিক রিসোর্স : গ্রাফিক ডিজাইন এবং প্রেজেন্টেশন ডিজাইন রিসোর্সের বিশাল সম্ভার ।

গ্রাফিক রিসোর্স : গ্রাফিক ডিজাইন এবং প্রেজেন্টেশন ডিজাইন রিসোর্সের বিশাল সম্ভার ।

graphic-resources-studyinbangla.com

গ্রাফিক ডিজাইন এবং প্রেজেন্টেশন ডিজাইনের চাহিদা দিন দিন বেড়েই চলেছে ।  সেই সাথে বেড়ে চলেছে ‘গ্রাফিক রিসোর্স ‘ -এর চাহিদা ।  অনলাইন থেকে উন্নতমানের ছবি, ভিডিয়ো, অডিয়ো, ভেক্টর ফাইল, ফন্ট প্রভৃতি ডাউনলোড করতে নির্ভরযোগ্য ওয়েবসাইটের লিঙ্ক পেতে অনেক সময় ব্যয় করতে হয় ।  স্টাডিইনবাংলা তে এমন প্রয়োজনীয় কিছু ওয়েবসাইটের লিঙ্ক শেয়ার করা হল যা আপনার ডিজাইন সংক্রান্ত কাজে অনেক সহায়ক হবে ।

 

পিকচার (ছবি) অনুসন্ধান

প্রেজেন্টেশন তৈরি, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইনসহ নানা কাজে বিভিন্ন প্রকার ছবির প্রয়োজন হয় ।   ফ্রীতে,  উন্নতমানের ছবি ডাউনলোড করা যায় এমন কিছু ওয়েবসাইটের লিঙ্ক স্টাডিইনবাংলাতে শেয়ার করা হল :

 

Pixabay

বিনামূল্যে অত্যন্ত আকর্ষণীয় ও রয়েলটি ফ্রী পিকচার, ভিডিয়ো, মিউজিক, ইলাস্ট্রেশন্স, ভেক্টর গ্রাফিক্‌স -এর জন্য Pixabay একটি অসাধারণ ওয়েবসাইট ।  এই ওয়েসসাইটে ২.৩ মিলিয়নেরও বেশি উন্নতমানের  গ্রাফিক রিসোর্স রয়েছে ।

 

Freepik

ফ্রীতে স্টক ফটো, ভেক্টর, পিএসডি ফাইল ডাউনলোডের অন্যতম সেরা ও জনপ্রিয় একটি  উৎস হল Freepik ।  ফ্রীপিক থেকে ডাউনলোড করে তা অ্যাডোবি ফটোসপ ও ইলাস্ট্রেটরে এডিট করে ব্যবহার করা যায় ।  ফ্রী পিক -এর কন্ট্রিবিউটর হয়ে নিজের তৈরি কন্টেন্ট শেয়ার করে অর্থ উপার্জন করা যায় ।

 

Unsplash

বিনামূল্যে সুন্দর ছবি ডাউনলোডের একটি অসাধারণ ওয়েবসাইট হল Unsplash  ।

 

Pexels

অনেক প্রতিভাবান নির্মাতাদের শেয়ারকৃত ফ্রী স্টক ফটো ও ভিডিয়ো ডাউনলোড করার একটি অন্যতম ওয়েবসাইট হল Pexels

 

Vecteezy

ফ্রীতে স্টক ফটো, ভেক্টর, ভিডিয়ো ডাউনলোডের ক্ষেত্রে একটি অসাধারণ ওয়েবসাইট হল Vecteezy

 

Stocksnap.io

ফ্রীতে উন্নতমানের ছবি ডাউনলোডের ক্ষেত্রে Stocksnap একটি জনপ্রিয় ওয়েবসাইট ।

 

Foodiesfeed

আপনার যদি খাদ্য সংক্রান্ত ছবির প্রয়োজন হয় তাহলে Foodiesfeed ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন কারণ এখানে উন্নতমানের খাদ্য সংক্রান্ত প্রচুর ছবি  রয়েছে ।

 

Isorepublic

ফ্রীতে উন্নতমানের ছবি ও ভিডিয়ো ডাউনলোডের জন্য অন্য একটি ওয়েবসাইট হল Isorepublic

 

Wunderstock

বিনামূল্যে অসাধারণ স্টক ইমেজ পাওয়ার একটি অসাধারণ ওয়েবসাইট হল Wunderstock

 

WallpaperFlare

WallpaperFlare -এ  ফ্রীতে ডাউনলোডযোগ্য অনেক উন্নতমানের ওয়ালপেপার রয়েছে ।

 

Picjumbo

বিনামুল্যে সুন্দর ছবি ডাউনলোডের জন্য অন্য একটি ওয়েবসাইট হল Picjumbo

 

Nos.twnsnd.co

পুরাতন ছবির জন্য এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন ।

 

গ্রাফিক রিসোর্স হিসেবে অনলাইন টুলস -এর ব্যবহার

গ্রাফিক রিসোর্স হিসেবে অনেক অনলাইন টুল রয়েছে যার মাধ্যমে খুব সহজে গ্রাফিক সম্পর্কিত কাজ সম্পন্ন করা যায় ।  এরকম কিছু অনলাইন টুল স্টাডিইনবাংলা তে শেয়ার করা হল :

 

Canva

Canva খুবই জনপ্রিয় একটি  ডিজাইনিং এবং পাবলিশিং টুল ।  Canva তে রয়েছে প্রচুর টেমপ্লেট যার মাধ্যমে খুব সহজেই যেকোনো ডিজাইন ও ভিডিয়ো তৈরি করে বিভিন্ন ফরমেটে ডাউনলোড করা যায় ।  এছাড়াও রয়েছে Canva-এর সাহায্যে তৈরিকৃত কন্টেন্ট  বিভিন্ন  মাধ্যমে(ওয়েবসাইটে/সামাজিক যোগাযোগ ওয়েবসাইটে) পাবলিশ করার ব্যবস্থা ।  Canva তে রয়েছে Photo Editor, Video Editor ।  আরও রয়েছে গ্রাফিক্স ডিজাইন, প্রেজেন্টেশন ডিজাইন শেখার জন্য বিভিন্ন কোর্স ও টিউটোরিয়াল ।

 

Crello

Crello -এর মাধ্যমে অনলাইনে ফ্রীতে গ্রাফিক ডিজাইনের কাজ করা যায় ।

 

Photopea

ফ্রীতে অনলাইনে ফটোশপ -এর মত  ফটো এডিট করার একটি জনপ্রিয় টুল হল Photopea

 

Befunky

Befunky -এর মাধ্যমে খুব সহজেই অনলাইনে ফটো এডিট ও গ্রাফিক ডিজাইনের কাজ করা যায় ।

 

Pixlr

অনলাইনে ফটো এডিট করা ও গ্রাফিক ডিজাইনের জন্য Pixlr একটি অসাধারণ ওয়েবসাইট ।

 

Fotor

Fotor -এর মাধ্যমে অনলাইনে ফটো এডিট, গ্রাফিক ডিজাইন, ফটো কোলাজ -এর কাজ করা যায় ।

 

Designer.io

Designer.io -এর মাধ্যমে খুব সহজে অনলাইনে ইলাস্ট্রেটর -এর কাজ করা যায় ।

 

Vectr

Vectr -এর মাধ্যমে অনলাইনে ভেক্টর গ্রাফিক্স -এর কাজ করা যায় ।

 

Figma

Figma -এর মাধ্যমে অনলাইনে ইলাস্ট্রেটর -এর কাজ করা যায় ।

 

অনলাইন ফটো রিসাইজিং টুল

অনলাইনে, ফ্রীতে এক বা একাধিক ফটো, একসাথে রিসাইজ করার জন্য প্রয়োজনীয় কিছু ওয়েবসাইটের লিংক স্টাডিইনবাংলা.কম -এ শেয়ার কর হল :

 

https://picresize.com/

https://imageresizer.com

https://bulkresizephotos.com

https://www.befunky.com/create/resize-image/

https://www.onlineimageresize.com/

https://www.photoresizer.com/

http://www.simpleimageresizer.com/

 

ছবিতে ওয়াটারমার্ক দেওয়ার অনলাইন  টুল

অনলাইনে, এক বা একাধিক ছবিতে ওয়াটারমার্ক দেওয়ার জন্য কয়েকটি ওয়েবসাইটের লিঙ্ক:

 

https://watermarkly.com/

https://makewatermark.com/

https://watermarquee.com/

https://batchwatermark.com

আইকন অনুসন্ধান

গ্রাফিক ডিজাইন, প্রেজেন্টেশন তৈরি, ওয়েবসাইট তৈরি ইত্যাদি কাজে আইকনের প্রয়োজন হয় ।  সহজে আইকন পাওয়া যায় ও ডাউনলোড করা যায় এমন কিছু ওয়েবসাইটের লিঙ্ক স্টাডিইনবাংলা তে দেওয়া হল :

 

https://www.flaticon.com/

https://thenounproject.com/

https://www.iconfinder.com/

https://iconarchive.com/

https://icons8.com/

https://dryicons.com/

https://iconmonstr.com/

https://graphicburger.com/icons-set/

অ্যানিমেটেড জিফ -এর ভাণ্ডার

অ্যানিমেটেড জিফ ডাউনলোড করার জন্য কিছু ওয়েবসাইটের লিঙ্ক :

https://giphy.com/

https://www.animatedimages.org/

https://gfycat.com/

https://www.gifimages.pics/index.php

https://www.motionelements.com/free/gifs

https://www.gifbin.com/

https://lordicon.com/

https://animaticons.co/

https://loading.io/

 

ফ্রী বাংলা ফন্ট ও ফ্রী ইংরেজি ফন্ট

গ্রাফিক ডিজাইন, প্রজেন্টেশন তৈরি, ওয়েবসাইট তৈরিসহ বিভিন্ন কাজে  ফন্ট একটি গুরুত্বপূর্ণ উপাদান ।  স্টাডিইনবাংলাতে বাংলা ও ইংরেজি ফন্ট -এর জন্য কিছু ওয়েবসাইট -এর লিঙ্ক শেয়ার করা হল ।

 

https://lipighor.com/

https://okkhor52.com

https://fontbd.com/

https://www.omicronlab.com/

https://banglafontlibrary.com

https://bengalifonts.net/

https://www.freebanglafont.com/

http://banglafont.com/

https://fonts.google.com/

https://www.dafont.com/

https://www.fontsquirrel.com/

https://www.abstractfonts.com/

https://www.1001fonts.com/

https://www.urbanfonts.com/

https://fontstruct.com/

https://befonts.com/

https://www.fontspace.com/

 

ফন্ট সম্পর্কিত অনলাইন টুলস

অনলাইন টুলের মাধ্যমে হাতের লেখাকে ফন্ট -এ পরিণত করা যায় এরকম কয়েকটি ওয়েবসাইটের লিঙ্ক  :

http://www.fontifier.com

https://www.calligraphr.com/en/

http://www.yourfonts.com

 

যেসব  অনলাইন টুলের মাধ্যমে ইমেজ(ছবি) থেকে ফন্ট খুঁজে পাওয়া যায় বা ফন্ট শনাক্ত করা যায় :

https://www.myfonts.com/WhatTheFont/

https://www.fontspring.com/matcherator

https://www.fontsquirrel.com/matcherator

পাওয়াপয়েন্ট প্রেজেন্টেশন টেমপ্লেট ডাউনলোড :

পাওয়াপয়েন্ট প্রেজেন্টেশন টেমপ্লেট ডাউনলোড  করা যায় এমন কিছু ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হল :

https://templates.office.com/en-US/templates-for-PowerPoint

https://slidesgo.com/

https://www.free-power-point-templates.com/

https://www.free-powerpoint-templates-design.com

https://www.canva.com/presentations/templates/

https://www.presentationmagazine.com

https://www.showeet.com/

https://24slides.com

https://www.presentationgo.com/

কালার  টুলস

গ্রাফিক ডিজাইন, প্রজেন্টেশন তৈরি, ওয়েবসাইট তৈরিসহ বিভিন্ন কাজে  কালার(রং) একটি গুরুত্বপূর্ণ উপাদান ।  সলিড ফিল কালার, গ্রাডিয়েন্ট ফিল কালার, কালার প্যালেট, কালার তৈরি  সংক্রান্ত কাজের জন্য প্রয়োজনীয়  কিছু ওয়েবসাইট -এর লিঙ্ক স্টাডিইনবাংলাতে শেয়ার করা হল ।

http://khroma.co/

https://www.materialpalette.com/

https://colorspark.app

https://www.huesnap.com/

https://coolors.co/

https://www.eggradients.com

https://www.materialpalette.com/

 

আরো কিছু প্রয়োজনীয় অনলাইন টুল:

 

https://fontspark.app/

-এই অনলাইন টুলের মাধ্যমে কোনো লেখাকে বিভিন্ন ফন্ট -এ দেখা যায় ।

https://www.remove.bg

-এই অনলাইন টুলের মাধ্যমে ফ্রীতে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় ।

https://www.autodraw.com/

 -এর মাধ্যমে অত্যন্ত সহজে কম দক্ষতায় বিভিন্ন বিষয়  অংকন  করা যায় ও ডাউনলোড করে তা ব্যবহার করা যায় ।  এই অনলাইন টুলের সুবিধা হল, এখানে কোনো কিছু আঁকার চেষ্টা করলে সে অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে ছবি চলে আসে ।

 

নবম-দশম শ্রেণির হিসাববিজ্ঞান বিষয়ের কিছু পোস্ট :

রেওয়ামিল প্রস্তুত প্রণালি | সহজ নিয়মে রেওয়ামিল তৈরির উপায় | হিসাববিজ্ঞান, নবম-দশম শ্রেণি

কিছু গুরুত্বপূর্ণ জাবেদা | নবম-দশম শ্রেণি | পর্ব -০১

কিছু গুরুত্বপূর্ণ জাবেদা | নবম-দশম শ্রেণি | পর্ব -০২

উত্তোলন সংক্রান্ত জাবেদা | উত্তোলন হিসাব সংক্রান্ত লেনদেনের জাবেদা দাখিলা প্রদান ।

About admin

Leave a Reply

Your email address will not be published.