গ্রাফিক রিসোর্স : গ্রাফিক ডিজাইন এবং প্রেজেন্টেশন ডিজাইন রিসোর্সের বিশাল সম্ভার ।

graphic-resources-studyinbangla.com

গ্রাফিক ডিজাইন এবং প্রেজেন্টেশন ডিজাইনের চাহিদা দিন দিন বেড়েই চলেছে ।  সেই সাথে বেড়ে চলেছে ‘গ্রাফিক রিসোর্স ‘ -এর চাহিদা ।  অনলাইন থেকে উন্নতমানের ছবি, ভিডিয়ো, অডিয়ো, ভেক্টর ফাইল, ফন্ট প্রভৃতি ডাউনলোড করতে নির্ভরযোগ্য ওয়েবসাইটের লিঙ্ক পেতে অনেক সময় ব্যয় করতে হয় ।  স্টাডিইনবাংলা তে এমন প্রয়োজনীয় কিছু ওয়েবসাইটের লিঙ্ক শেয়ার করা হল যা আপনার ডিজাইন সংক্রান্ত কাজে অনেক সহায়ক হবে ।

 

পিকচার (ছবি) অনুসন্ধান

প্রেজেন্টেশন তৈরি, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইনসহ নানা কাজে বিভিন্ন প্রকার ছবির প্রয়োজন হয় ।   ফ্রীতে,  উন্নতমানের ছবি ডাউনলোড করা যায় এমন কিছু ওয়েবসাইটের লিঙ্ক স্টাডিইনবাংলাতে শেয়ার করা হল :

 

Pixabay

বিনামূল্যে অত্যন্ত আকর্ষণীয় ও রয়েলটি ফ্রী পিকচার, ভিডিয়ো, মিউজিক, ইলাস্ট্রেশন্স, ভেক্টর গ্রাফিক্‌স -এর জন্য Pixabay একটি অসাধারণ ওয়েবসাইট ।  এই ওয়েসসাইটে ২.৩ মিলিয়নেরও বেশি উন্নতমানের  গ্রাফিক রিসোর্স রয়েছে ।

 

Freepik

ফ্রীতে স্টক ফটো, ভেক্টর, পিএসডি ফাইল ডাউনলোডের অন্যতম সেরা ও জনপ্রিয় একটি  উৎস হল Freepik ।  ফ্রীপিক থেকে ডাউনলোড করে তা অ্যাডোবি ফটোসপ ও ইলাস্ট্রেটরে এডিট করে ব্যবহার করা যায় ।  ফ্রী পিক -এর কন্ট্রিবিউটর হয়ে নিজের তৈরি কন্টেন্ট শেয়ার করে অর্থ উপার্জন করা যায় ।

 

Unsplash

বিনামূল্যে সুন্দর ছবি ডাউনলোডের একটি অসাধারণ ওয়েবসাইট হল Unsplash  ।

 

Pexels

অনেক প্রতিভাবান নির্মাতাদের শেয়ারকৃত ফ্রী স্টক ফটো ও ভিডিয়ো ডাউনলোড করার একটি অন্যতম ওয়েবসাইট হল Pexels

 
[ads1]

Vecteezy

ফ্রীতে স্টক ফটো, ভেক্টর, ভিডিয়ো ডাউনলোডের ক্ষেত্রে একটি অসাধারণ ওয়েবসাইট হল Vecteezy

 

Stocksnap.io

ফ্রীতে উন্নতমানের ছবি ডাউনলোডের ক্ষেত্রে Stocksnap একটি জনপ্রিয় ওয়েবসাইট ।

 

Foodiesfeed

আপনার যদি খাদ্য সংক্রান্ত ছবির প্রয়োজন হয় তাহলে Foodiesfeed ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন কারণ এখানে উন্নতমানের খাদ্য সংক্রান্ত প্রচুর ছবি  রয়েছে ।

 

Isorepublic

ফ্রীতে উন্নতমানের ছবি ও ভিডিয়ো ডাউনলোডের জন্য অন্য একটি ওয়েবসাইট হল Isorepublic

 
[ads1]

Wunderstock

বিনামূল্যে অসাধারণ স্টক ইমেজ পাওয়ার একটি অসাধারণ ওয়েবসাইট হল Wunderstock

 

WallpaperFlare

WallpaperFlare -এ  ফ্রীতে ডাউনলোডযোগ্য অনেক উন্নতমানের ওয়ালপেপার রয়েছে ।

 

Picjumbo

বিনামুল্যে সুন্দর ছবি ডাউনলোডের জন্য অন্য একটি ওয়েবসাইট হল Picjumbo

 

Nos.twnsnd.co

পুরাতন ছবির জন্য এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন ।

 

গ্রাফিক রিসোর্স হিসেবে অনলাইন টুলস -এর ব্যবহার

গ্রাফিক রিসোর্স হিসেবে অনেক অনলাইন টুল রয়েছে যার মাধ্যমে খুব সহজে গ্রাফিক সম্পর্কিত কাজ সম্পন্ন করা যায় ।  এরকম কিছু অনলাইন টুল স্টাডিইনবাংলা তে শেয়ার করা হল :

 

Canva

Canva খুবই জনপ্রিয় একটি  ডিজাইনিং এবং পাবলিশিং টুল ।  Canva তে রয়েছে প্রচুর টেমপ্লেট যার মাধ্যমে খুব সহজেই যেকোনো ডিজাইন ও ভিডিয়ো তৈরি করে বিভিন্ন ফরমেটে ডাউনলোড করা যায় ।  এছাড়াও রয়েছে Canva-এর সাহায্যে তৈরিকৃত কন্টেন্ট  বিভিন্ন  মাধ্যমে(ওয়েবসাইটে/সামাজিক যোগাযোগ ওয়েবসাইটে) পাবলিশ করার ব্যবস্থা ।  Canva তে রয়েছে Photo Editor, Video Editor ।  আরও রয়েছে গ্রাফিক্স ডিজাইন, প্রেজেন্টেশন ডিজাইন শেখার জন্য বিভিন্ন কোর্স ও টিউটোরিয়াল ।

 

Crello

Crello -এর মাধ্যমে অনলাইনে ফ্রীতে গ্রাফিক ডিজাইনের কাজ করা যায় ।

 

Photopea

ফ্রীতে অনলাইনে ফটোশপ -এর মত  ফটো এডিট করার একটি জনপ্রিয় টুল হল Photopea

 

Befunky

Befunky -এর মাধ্যমে খুব সহজেই অনলাইনে ফটো এডিট ও গ্রাফিক ডিজাইনের কাজ করা যায় ।

 

Pixlr

অনলাইনে ফটো এডিট করা ও গ্রাফিক ডিজাইনের জন্য Pixlr একটি অসাধারণ ওয়েবসাইট ।

 

Fotor

Fotor -এর মাধ্যমে অনলাইনে ফটো এডিট, গ্রাফিক ডিজাইন, ফটো কোলাজ -এর কাজ করা যায় ।

 

Designer.io

Designer.io -এর মাধ্যমে খুব সহজে অনলাইনে ইলাস্ট্রেটর -এর কাজ করা যায় ।

 
[ads1]

Vectr

Vectr -এর মাধ্যমে অনলাইনে ভেক্টর গ্রাফিক্স -এর কাজ করা যায় ।

 

Figma

Figma -এর মাধ্যমে অনলাইনে ইলাস্ট্রেটর -এর কাজ করা যায় ।

 

অনলাইন ফটো রিসাইজিং টুল

অনলাইনে, ফ্রীতে এক বা একাধিক ফটো, একসাথে রিসাইজ করার জন্য প্রয়োজনীয় কিছু ওয়েবসাইটের লিংক স্টাডিইনবাংলা.কম -এ শেয়ার কর হল :

 

https://picresize.com/

https://imageresizer.com

https://bulkresizephotos.com

https://www.befunky.com/create/resize-image/

https://www.onlineimageresize.com/

https://www.photoresizer.com/

http://www.simpleimageresizer.com/

 

ছবিতে ওয়াটারমার্ক দেওয়ার অনলাইন  টুল

অনলাইনে, এক বা একাধিক ছবিতে ওয়াটারমার্ক দেওয়ার জন্য কয়েকটি ওয়েবসাইটের লিঙ্ক:

 

https://watermarkly.com/

https://makewatermark.com/

https://watermarquee.com/

https://batchwatermark.com

আইকন অনুসন্ধান

গ্রাফিক ডিজাইন, প্রেজেন্টেশন তৈরি, ওয়েবসাইট তৈরি ইত্যাদি কাজে আইকনের প্রয়োজন হয় ।  সহজে আইকন পাওয়া যায় ও ডাউনলোড করা যায় এমন কিছু ওয়েবসাইটের লিঙ্ক স্টাডিইনবাংলা তে দেওয়া হল :

 

https://www.flaticon.com/

https://thenounproject.com/

https://www.iconfinder.com/

https://iconarchive.com/

https://icons8.com/

https://dryicons.com/

https://iconmonstr.com/

https://graphicburger.com/icons-set/

অ্যানিমেটেড জিফ -এর ভাণ্ডার

অ্যানিমেটেড জিফ ডাউনলোড করার জন্য কিছু ওয়েবসাইটের লিঙ্ক :

https://giphy.com/

https://www.animatedimages.org/

https://gfycat.com/

https://www.gifimages.pics/index.php

https://www.motionelements.com/free/gifs

https://www.gifbin.com/

https://lordicon.com/

https://animaticons.co/

https://loading.io/

 
[ads1]

ফ্রী বাংলা ফন্ট ও ফ্রী ইংরেজি ফন্ট

গ্রাফিক ডিজাইন, প্রজেন্টেশন তৈরি, ওয়েবসাইট তৈরিসহ বিভিন্ন কাজে  ফন্ট একটি গুরুত্বপূর্ণ উপাদান ।  স্টাডিইনবাংলাতে বাংলা ও ইংরেজি ফন্ট -এর জন্য কিছু ওয়েবসাইট -এর লিঙ্ক শেয়ার করা হল ।

 

https://lipighor.com/

https://okkhor52.com

https://fontbd.com/

https://www.omicronlab.com/

https://banglafontlibrary.com

https://bengalifonts.net/

https://www.freebanglafont.com/

http://banglafont.com/

https://fonts.google.com/

https://www.dafont.com/

https://www.fontsquirrel.com/

https://www.abstractfonts.com/

https://www.1001fonts.com/

https://www.urbanfonts.com/

https://fontstruct.com/

https://befonts.com/

https://www.fontspace.com/

 

ফন্ট সম্পর্কিত অনলাইন টুলস

অনলাইন টুলের মাধ্যমে হাতের লেখাকে ফন্ট -এ পরিণত করা যায় এরকম কয়েকটি ওয়েবসাইটের লিঙ্ক  :

http://www.fontifier.com

https://www.calligraphr.com/en/

http://www.yourfonts.com

 

যেসব  অনলাইন টুলের মাধ্যমে ইমেজ(ছবি) থেকে ফন্ট খুঁজে পাওয়া যায় বা ফন্ট শনাক্ত করা যায় :

[ads1]

https://www.myfonts.com/WhatTheFont/

https://www.fontspring.com/matcherator

https://www.fontsquirrel.com/matcherator

পাওয়াপয়েন্ট প্রেজেন্টেশন টেমপ্লেট ডাউনলোড :

পাওয়াপয়েন্ট প্রেজেন্টেশন টেমপ্লেট ডাউনলোড  করা যায় এমন কিছু ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হল :

https://templates.office.com/en-US/templates-for-PowerPoint

https://slidesgo.com/

https://www.free-power-point-templates.com/

https://www.free-powerpoint-templates-design.com

https://www.canva.com/presentations/templates/

https://www.presentationmagazine.com

https://www.showeet.com/

https://24slides.com

https://www.presentationgo.com/

কালার  টুলস

গ্রাফিক ডিজাইন, প্রজেন্টেশন তৈরি, ওয়েবসাইট তৈরিসহ বিভিন্ন কাজে  কালার(রং) একটি গুরুত্বপূর্ণ উপাদান ।  সলিড ফিল কালার, গ্রাডিয়েন্ট ফিল কালার, কালার প্যালেট, কালার তৈরি  সংক্রান্ত কাজের জন্য প্রয়োজনীয়  কিছু ওয়েবসাইট -এর লিঙ্ক স্টাডিইনবাংলাতে শেয়ার করা হল ।

http://khroma.co/

https://www.materialpalette.com/

https://colorspark.app

https://www.huesnap.com/

https://coolors.co/

https://www.eggradients.com

https://www.materialpalette.com/

 

আরো কিছু প্রয়োজনীয় অনলাইন টুল:

 

https://fontspark.app/

-এই অনলাইন টুলের মাধ্যমে কোনো লেখাকে বিভিন্ন ফন্ট -এ দেখা যায় ।

https://www.remove.bg

-এই অনলাইন টুলের মাধ্যমে ফ্রীতে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় ।

https://www.autodraw.com/

 -এর মাধ্যমে অত্যন্ত সহজে কম দক্ষতায় বিভিন্ন বিষয়  অংকন  করা যায় ও ডাউনলোড করে তা ব্যবহার করা যায় ।  এই অনলাইন টুলের সুবিধা হল, এখানে কোনো কিছু আঁকার চেষ্টা করলে সে অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে ছবি চলে আসে ।

 

নবম-দশম শ্রেণির হিসাববিজ্ঞান বিষয়ের কিছু পোস্ট :

রেওয়ামিল প্রস্তুত প্রণালি | সহজ নিয়মে রেওয়ামিল তৈরির উপায় | হিসাববিজ্ঞান, নবম-দশম শ্রেণি

কিছু গুরুত্বপূর্ণ জাবেদা | নবম-দশম শ্রেণি | পর্ব -০১

কিছু গুরুত্বপূর্ণ জাবেদা | নবম-দশম শ্রেণি | পর্ব -০২

উত্তোলন সংক্রান্ত জাবেদা | উত্তোলন হিসাব সংক্রান্ত লেনদেনের জাবেদা দাখিলা প্রদান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *